Thikana News
০৬ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

ফরাসি লিগে টানা দুই ম্যাচে হারলো পিএসজি

ফরাসি লিগে টানা দুই ম্যাচে হারলো পিএসজি ছবি : সংগৃহীত
এবার ঘরের মাঠে অলিম্পিক লিঁওর কাছে ১-০ গোলে হেরেছে মেসি-এমবাপ্পেরা। গতবারের চ্যাম্পিয়নদেরকে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে লিওঁ। ২ এপ্রিল (রবিবার) রাতে নিজেদের মাঠ পার্ক দ্যা প্রিন্সেসে ম্যাচের শুরু থেকেই ধারহীন খেলে প্যারিসের দলটি। প্রথমার্ধে পেনাল্টি পায় সফরকারীরা। তবে স্পটকিক ব্যর্থ হলে এ যাত্রায় রক্ষা পায় পিএসজি। বিরতির পর আর লিঁওকে আটকাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৫৪ মিনিটে ব্রাডলি বারকোলার একমাত্র গোলটিই গড়ে দেয় ব্যবধান। 

ম্যাচে কার্যকর ভূমিকা রাখতে পারেনি মেসি-এমবাপ্পেরা। উল্টো রক্ষণের দুর্বলতায় গোল হজম করল দলটি। ফলে নিজেদের মাঠে হারের হতাশা নিয়ে ফিরলো পিএসজি। হারলেও ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকছে পিএসজি। ৬ পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিঁজ। আর লিঁওর অবস্থান টেবিলের নয় নম্বরে।


ঠিকানা/এম
 

কমেন্ট বক্স