Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

১৯ ছক্কা, ৫১ বলে ১৫১, ফিন অ্যালেনের বিশ্ব রেকর্ড

১৯ ছক্কা, ৫১ বলে ১৫১, ফিন অ্যালেনের বিশ্ব রেকর্ড ছবি সংগৃহীত
ফিন অ্যালেনের ব্যাটিং তাণ্ডবে ভেঙে গেল টি-টোয়েন্টি ক্রিকেটের একাধিক রেকর্ড। বৃহস্পতিবার (১২ জুন) মেজর লিগ ক্রিকেটে ৫১ বলে ১৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। ইনিংসে ছিল ১৯টি ছক্কা। ২০ ওভারের ক্রিকেটে ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা নেই আর কারও।

ছক্কার বিশ্ব রেকর্ড গড়ার পথে অ্যালেন ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলকে। ২০ ওভারের ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এত দিন যুগ্ম ভাবে ছিল গেইল ও এস্তোনিয়ার সাহিল চৌহানের দখলে। দুজনই ইনিংসে ১৮টি করে ছক্কা মেরেছিলেন। তাদের সেই রেকর্ড হাতছাড়া হলো অ্যালেনের দাপটে।

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড কলিজিয়াম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৫ উইকেটে ২৬৯ রান তোলে অ্যালেনের দল সান ফ্রান্সেসকো ইউনিকর্নস। ২৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৩.১ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ ওয়াশিংটন ফ্রিডম।

সান ফ্রান্সেসকোর হয়ে ওপেন করতে নেমেছিলেন অ্যালেন। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন তিনি। টিম সেইফার্ট, জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের মতো সতীর্থরা দ্রুত আউট হয়ে গেলেও এক প্রান্তে অবিচল ছিলেন অ্যালেন। দলের রান তোলার গতি একাই বজায় রাখেন। শেষ পর্যন্ত ৫১ বলে ১৫১ রান করে আউট হন।

২০ বলে করেন ৫০। এরপর আরও আগ্রাসী হয়ে ওঠেন। শতরান পূর্ণ করেন ৩৪ বলে। গড়েছেন মেজর লিগ ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড। এ ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই নিউজিল্যান্ডের কোনো ব্যাটারের দ্রুততম শতরান। শেষ ৫০ রান করতে খেলেছেন মাত্র ১৫ বল। ৪৯ বলে পূর্ণ করেন ১৫০ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম দেড় শ রানের নজির এটি।

দলের ইনিংসের ১৮তম ওভারে নিজের ২০তম ছক্কা মারতে গিয়ে মিচেল ওয়েনের বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে আউট হন অ্যালেন। ইনিংসে কিউই ব্যাটার মেরেছেন ৫টি চার ও ১৯টি ছক্কা। রাচিন রবীন্দ্র, মিচেল ওয়েন, গ্লেন ফিলিপস, জ্যাক এডওয়ার্ডসের মতো বোলারদের নিয়ে একরকম ছেলেখেলা করেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স