দেহ সুস্থ রাখতে চাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। এমন কয়েকটি সবজি হল-
পালং-শাক: এটা পুষ্টির আধার। আছে ভিটামিন এ, সি এবং কে। রয়েছে নানান রকম খনিজ যেমন- লৌহ ও ফোলেইট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
লাল ক্যাপ্সিকাম: উজ্জ্বল রং ও স্বতন্ত্র স্বাদযুক্ত লাল ক্যাপ্সিকাম কেবল দেখতেই সুন্দর না বরং এটা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে। এতে আছে ভিটামিন সি যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, কোলাজেন বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণের বিরুদ্ধে কাজ করে।
নইর বলেন, “এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা উন্মুক্ত রেডিকেল থেকে কোষের ক্ষয় রোধ করে অসুখ থেকে দূরে রাখে।”
করলা: আছে অনন্য শক্তি উপাদান যা স্বাস্থ্য ভালো রাখে। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং ভিটামিন ও খনিজ উপাদান যোগাতে সহায়তা করে এই সবজি।
ঢেঁড়শ: ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা অক্সিডেটিভ চাপ কমায় এবং সার্বিক রোগ-প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।
এসব পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি আর্দ্রতা রক্ষা, পর্যাপ্ত ঘুম এবং পরিচ্ছন্নতা রোগ হওয়া থেকে দূরে রাখতে সহায়তা করে।
ঠিকানা/এসআর