দেশের সব রাজনৈতিক দলকে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং ধোঁকাবাজির চক্র বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৯ জুন (সোমবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘সব দায়িত্বশীল রাজনৈতিক দল এবং বিশেষ করে তাদের সংযুক্ত শাখা, ছাত্র সংগঠনসহ অবিলম্বে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং ধোঁকাবাজির চক্র বন্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘ছাত্রদলকে লক্ষ্য করে সাম্প্রতিক ঘটনাটি শুধু অগ্রহণযোগ্য নয়, বরং আরও উদ্বেগজনক বিষয় হলো কত দ্রুত কিছু মিডিয়া তথ্য যাচাই না করে এই প্রোপাগাণ্ডাকে প্রসারিত করেছে। এটা সাংবাদিকতা নয়; এটা জটিলতা।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি জটিল চৌরাস্তার মধ্যে রয়েছে— একটি পরিবর্তনশীল পর্যায় যা প্রতিটি রাজনৈতিক অভিনেতার কাছ থেকে পরিপক্কতা, সংযম এবং অখণ্ডতা দাবি করে। আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য, আমাদের পরিষ্কার করা যাক, মিথ্যা এবং প্রচার কোন রাজনৈতিক বিষয়ের অংশ হতে পারে না এবং না। সত্য, জবাবদিহিতা, এবং দায়িত্বশীল নেতৃত্বের জয় অবশ্যই হওয়া উচিত।’
ঠিকানা/এএস
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                