লস অ্যাঞ্জেলেসের উত্তরে ভেনচুরা কাউন্টিতে ৫ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পটি হয়।
ক্রান্তীয় ঝড় হিলারিকে মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে থাকা ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের একটি অঞ্চলের বাসিন্দারা হঠাৎ করে ভূমিকম্পের কবলে পড়েছিলেন।
২০ আগস্ট (রবিবার) যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের স্থানীয় সময় বিকাল ২টা ৪১ মিনিটে লস অ্যাঞ্জেলেসের উত্তরে ভেনচুরা কাউন্টিতে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়।
ভূমিকম্পটির উৎপত্তি ভেনচুরা কাউন্টির ওহাই এলাকা থেকে প্রায় ৭ কিলোমিটার দক্ষিণপূর্বে। এতে ওই অঞ্চলের অধিকাংশ এলাকা কেঁপে ওঠে। মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি ছোট ছোট পরাঘাত হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর হয়নি। ভূমিকম্পের সময় ওই অঞ্চলে বৃষ্টি হচ্ছিল।
ভেনচুরা কাউন্টির ওয়েব সাইটে বলা হয়েছে, “ভূমিকম্পটি ভেনচুরা কাউন্টির অধিকাংশ এলাকাজুড়ে প্রবলভাবে অনুভূত হলেও এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর হয়নি।”
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা নেই।
রোববার ভোরে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় প্রবল বৃষ্টি ঘটানোর পর ক্রান্তীয় ঝড় হিলারি এখন ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ঝড়টির প্রভাবে অঞ্চলটির অধিকাংশ এলাকাজুড়ে বৃষ্টি হচ্ছে। এটি ৮৪ বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা প্রথম ক্রান্তীয় ঝড়।
ঝড়টির কারণে ক্যালিফোর্নিয়ায় বিপর্যয়কর বন্যা ও হড়কা বান দেখা দিতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসগুলোতে সতর্ক করা হয়েছে। ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেস শহর এবং নিকটবর্তী মরুভূমি ও পর্বতগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে।
ঠিকানা/এসআর