Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন নয়, যাত্রীচাপে হিমশিম : বাহারুল আলম

এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন নয়, যাত্রীচাপে হিমশিম : বাহারুল আলম আইজিপি বাহারুল আলম। ছবি : সংগৃহীত
গত ঈদুল ফিতরের মতো এবারের ঈদযাত্রা পুরোপুরি নির্বিঘ্ন রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। যাত্রীচাপ বেড়ে যাওয়ায় যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা দিলেও যানজট যেন না হয়, সে বিষয়ে সর্বোচ্চ নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ৫ জুন (বৃহস্পতিবার) গাজীপুর চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঈদের আগে ছুটি কম থাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ফলে সর্বোচ্চ চেষ্টা স্বত্বেও গাড়ি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তবে ঈদযাত্রা যথাসম্ভব স্বস্তিদায়ক করতে সড়ক-মহাসড়কে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

তিনি আরও বলেন, সড়কের মাঝে গাড়ি থামিয়ে যাত্রী উঠানোয় জটলার সৃষ্টি হচ্ছে। সড়কের মাঝখান থেকে গাড়িতে না ওঠার জন্য যাত্রীদের বুঝিয়ে বলা হচ্ছে। এক্ষেত্রে বল প্রয়োগ করা অমানবিক হবে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স