Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ঘূর্ণিঝড় হিলারির তাণ্ডব : ক্যালিফোর্নিয়ায় ৪৫০০ ফ্লাইট বাতিল

ঘূর্ণিঝড় হিলারির তাণ্ডব : ক্যালিফোর্নিয়ায় ৪৫০০ ফ্লাইট বাতিল ছবি : সিএনএন



 
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় হিলারির কারণে যুক্তরাষ্ট্রে সাড়ে চার হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইট ক্যালিফোর্নিয়া থেকে আশপাশের রাজ্যে শিডিউল করা ছিল। খবর : সিএনএন। ২০আগস্ট বিকেলে ক্যালিফোর্নিয়া উপকূলে ঘূর্নিঝড়টির প্রভাব শুরু হয়। এরপর সন্ধ্যায় আশপাশের অঙ্গরাজ্যে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়। ফ্লাইট ট্র্যাকার এর মতে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লাস ভেগাসের হ্যারি রিড ইন্টারন্যাশনাল বিমানবন্দর। এখানে তিন শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া সান দিয়েগো বিমানবন্দরে প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের বাইরে অন্টারিও আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় এক-তৃতীয়াংশ ফ্লাইট বাতিল হয়েছে। আকস্মিক বন্যার সতর্কতায় রয়েছেন এ শহরের ৯০ লাখ বাসিন্দা। ক্যালিফোর্নিয়ায়, বারব্যাঙ্ক, সান্তা আনা, স্যাক্রামেন্টোর বিমানবন্দরেও ২০ শতাংশের বেশি ছেড়ে যাওয়া ফ্লাইট বাতিল করতে হয়েছে। লং বিচের ডাহার্টি ফিল্ড বিমানবন্দরের দিকে আসা কমপক্ষে ৪২ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে।

শুরুতেই মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া অঞ্চলে আঘাত আনে ঘূর্ণিঝড় হিলারি। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় এর আগেই ক্যালিফোর্নিয়া ও নেভাদায় জরুরি অবস্থা জারি করা হয়। গতকাল শুরু হওয়া বৃষ্টির প্রভাবে এ সব অঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে।



ঠিকানা/এম

কমেন্ট বক্স