আইপিএলে শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। একাধিকবার ফাইনালে খেললেও এখনও শিরোপা জিততে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। যার কারণে শিরোপা ছুঁয়ে দেখতে পারেননি কোহলিও। আইপিএলের ১৮তম আসরে শিরোপার খুব কাছে বেঙ্গালুরু। কোহলির জন্য হলেও এবার ট্রফি হাতছাড়া করতে চান না বলে জানিয়েছেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার।
২০০৯ সালে ডেকান চার্জার্স হায়দরাবাদ, ২০১১ সালে চেন্নাই এবং ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ফাইনালে হারতে হয়েছে বেঙ্গালুরুকে। ৩ জুন (মঙ্গলবার) আইপিএলের ১৮তম আসরের ফাইনালে পাঞ্জাব কিংসের মোকাবিলা করবে বেঙ্গালুরু।
ফাইনালে মাঠে নামার আগে আরসিবি অধিনায়ক রজত পাতিদার বলেন, ‘কোহলির জন্যই ট্রফি চাই। এত বছর ধরে বেঙ্গালুরুকে অনেক কিছু দিয়েছে ও। আমরা ট্রফি জেতার জন্য নিজেদের সেরাটা দেব। ফাইনাল খেলব এটা ভেবে নামবো না। নিজেদের সেরা ক্রিকেটটাই উপহার দেব।’
আহমেদাবাদে খেলা হলেও কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন আরসিবি অধিনায়ক। তিনি বলেন, ‘যেখানেই যাই না কেন সেটাই আমাদের ঘরের মাঠ। যেভাবে সমর্থকেরা আমাদের পাশে রয়েছেন তার প্রশংসা কোনো ভাবেই করা যাবে না।’
ঠিকানা/এএস