Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন এমবাপ্পে-নেইমার

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন এমবাপ্পে-নেইমার ছবি : সংগৃহীত
প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) শেষমেশ ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন পূরণ করলো। ৩১ মে (শনিবার) রাতে জার্মানির আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ফরাসি জায়ান্টরা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পিএসজি। প্রথমার্ধেই আশরাফ হাকিমি এবং তরুণ ফরাসি মিডফিল্ডার দেজিরে দুয়ে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির পরও থামেনি লুইস এনরিকের দল। দ্বিতীয়ার্ধে দুয়ে করেন নিজের দ্বিতীয় গোল, এরপর খভিচা কাভারেস্কেইয়া ও সেনি মায়ুলুর গোলে ৫-০ ব্যবধানে জয় নিশ্চিত করে প্যারিসিয়ানরা।
এই জয়ের মাধ্যমে পিএসজি ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় প্রথম শিরোপা জয়ের স্বাদ পেল।  

পিএসজির এই ঐতিহাসিক জয়ে দলটির সাবেক তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে এবং নেইমার জুনিয়র ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সাবেক ক্লাবকে।

দুজনেই পিএসজির হয়ে অনেক স্মরণীয় মুহূর্ত কাটালেও চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পাননি। তবে বর্তমান দলের সাফল্যে তারা খুশি এবং গর্বিত বলে জানান।

এমবাপ্পে লিখেন, ‘অবশেষে সেই বড় দিনটি এসেছে। জয় এবং পুরো ক্লাবকে তুলে ধরে যেভাবে তা এসেছে, অভিনন্দন পিএসজি।

নেইমার অবশ্য অত কিছু লেখেননি। পিএসজির অধিনায়ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োসের ট্রফি উঁচিয়ে ধরার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে ব্রাজিলের তারকা স্রেফ লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি’। সঙ্গে তালি দেওয়ার পাঁচটি ইমোজি যোগ করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স