Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে মাটিচাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান জানান, রাতে প্রবল বর্ষণের সময় হঠাৎ টিলার পাশে থাকা আধাপাকা ঘরের ওপর একটি টিলা ধসে পড়ে। এতে গৃহকর্তা ইয়াজ উদ্দিন, তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তান মাটি চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরাও তৎপরতা শুরু করেন।

সিলেটে টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় টিলা ধসের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে থেমে থেমে বৃষ্টি চললেও শনিবার সকাল থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়। ২৪ ঘণ্টায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

এদিকে, শনিবার বিকালে কানাইঘাট উপজেলায় বজ্রপাতে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে।

সিলেটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, উজানে ভারতের পাহাড়ি এলাকায় বৃষ্টি অব্যাহত থাকায় সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জসহ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

জেলা প্রশাসক মো. শের মাহমুদ মুরাদ জানান, বন্যা মোকাবিলায় আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি, পাহাড়-টিলা কেটে বসতি গড়া ও টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস থেকে বিরত থাকতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স