Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

আগস্টে রেমিট্যান্সে ভাটা

আগস্টে রেমিট্যান্সে ভাটা ছবি সংগৃহীত
চলতি আগস্টে রেমিট্যান্সে ভাটা পড়েছে। এই মাসের ১৮ দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ১০৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ হাজার ৩৯৪ কোটি টাকা। এ বছরের জুনে রেকর্ড পরিমাণ (২১৯ কোটি ৯০ লাখ ডলার) রেমিট্যান্স এসেছিল দেশে।

২০ আগস্ট রোববার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স হতে পারে ১৭৯ কোটি ডলার। গত জুলাইয়ে এসেছিল ১৯৭ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, চলতি আগস্ট মাসের প্রথম ১৮ দিনে ১০৪ কোটি ৫ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (এক ডলার সমান ১০৯ টাকা ধরে) এর পরিমাণ ১১ হাজার ৩৯৪ কোটি টাকা। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে ১৮০ কোটি ডলার বা ১ দশমিক ৮০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসবে দেশে, যা গত জুলাই মাসের চেয়ে কম। জুলাইয়ে এসেছিল ১৯৭ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স।

এই সময়ে আট ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রমালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স