Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

পাঞ্জাবকে হারিয়ে আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু

পাঞ্জাবকে হারিয়ে আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু ছবি সংগৃহীত
আইপিএলের চলতি আসরের প্রথম দল হিসেবে ফাইনালে পা রেখেছে বিরাট কোহলিদের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার (২৯ মে) টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে ১০ ওভারের মধ্যে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।

ফাইনালের লড়াইয়ে শুরুতে ব্যাট করে পাঞ্জাব ১৪.১ ওভারে ১০১ রানে অলআউট হয়। দলটিকে ধসিয়ে দেন জস হ্যালজউড ও সুয়াস শর্মা। তারা যথাক্রমে ২১ ও ১৭ রান দিয়ে ৩টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে বেঙ্গালুরু ৩০ রানে কোহলি ও ৮৪ রানে মায়াঙ্ক আগারওয়ালকে হারায়। শুরু থেকে ফিল সল্ট দাপুটে ব্যাটিং করে ম্যাচ জেতান। তিনি ২৭ বলে ৫৬ রান করেন। তিনটি ছক্কা ও ছয়টি চার মারেন।

হারলেও পাঞ্জাব ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। এলিমিনেটরে মুম্বাই ও গুজরাট মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে নামবে পাঞ্জাব।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স