Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


রংপুরে জি এম কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর

রংপুরে জি এম কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর ছবি সংগৃহীত



 
রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সেনপাড়ার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। জাপা নেতাকর্মীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র ও এনসিপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

এই ঘটনায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উত্তজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে নগরীতে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরাই তাদের বিক্ষোভ মিছিলে হামলা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জি এম কাদেরকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে রাত সাড়ে আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্ররা নগরীতে বিক্ষোভ করেন, পরে যোগ দেন এনসিপির নেতাকর্মীরাও। সেই বিক্ষোভ পৌঁছায় নগরীর সেনপাড়া এলাকায়। সেখানে পৌঁছামাত্র কে বা কারা জি এম কাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ সময় বাড়ির জানালার থাই গ্লাস ভেঙে যায়। বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলা হয়। 
হামলার খবর ছড়িয়ে পড়লে দ্রুত জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে এলে বৈষম্যবিরোধী নেতাকর্মীরা চলে যান। তবে এ ঘটনায় নগরজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

মহানগর জাতীয় পার্টির সভাপতি ও কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তাফা বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাই বলেই এই ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। আমরা যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স