Thikana News
১৯ জুন ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

হঠাৎ শুটিংয়ে গুরুতর অসুস্থ ইমরান হাশমি

হঠাৎ শুটিংয়ে গুরুতর অসুস্থ ইমরান হাশমি ছবি : সংগৃহীত



 
বলিউডের ‘কিসিং গড’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। গত এপ্রিলেই তার অভিনীত ‘গ্রাউন্ড জিরো’ সিনেমা প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। তারপর শুরু করেন পবন কল্যাণের প্যান ইন্ডিয়া সিনেমা ‘ওজি’র শুটিং। আর এ সিনেমার শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা ইমরান হাশমি।

সংবাদমাধ্যমের খবর, মুম্বাইয়ের আরে কলোনিতে শুটিংয়ের সময় অসুস্থ হওয়া তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয় ইমরান হাশমিকে। চিকিৎসকের তত্ত্বাবধানে কয়েকটি পরীক্ষা করা হয়। পরে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, শুটিংয়ের সময়ই কিছু উপসর্গ দেখা দিয়েছিল অভিনেতার। এরইমধ্যে মুম্বাইতে আবারও মহামারি করোনা ভাইরাস শুরু হয়েছে, আবার বর্ষার মৌসুম আসতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এ কারণে কালক্ষেপণ না করে হাসপাতালে ভর্তি হয়েছেন ইমরান হাশমি।

প্রসঙ্গত, ‘ওজি’ সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক করতে যাচ্ছেন ইমরান হাশমি। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। আগামী সেপ্টেম্বরের ২৫ তারিখ সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা ইমরান হাশমি। এ কারণে সিনেমা মুক্তির তারিখ পেছাবে কিনা, তা নিয়েই প্রশ্ন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স