Thikana News
১৪ জুন ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৪ জুন ২০২৫

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অভিষেক বচ্চন!

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অভিষেক বচ্চন! ছবি : সংগৃহীত



 
একটুর জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন! ‘হাউসফুল ৫’ সিনেমার ট্রেলার লঞ্চে গিয়ে বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন এই অভিনেতা। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আচমকাই ভেঙে পড়ে ছাদের একাংশ, যার জেরে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।

সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠানে কালো স্যুট পরে উপস্থিত হয়েছিলেন অমিতাভ-পুত্র। প্রেক্ষাগৃহের সিঁড়ি দিয়ে নামছেন তিনি। ঠিক সেই সময় মাথার উপর ভেঙে পড়ে ছাদের একাংশ। এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়ে যান জুনিয়র বচ্চন। তৎক্ষণাৎ সেখান থেকে সরে যান। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা টিমের সকল সদস্যদেরও তড়িঘড়ি সেখান থেকে সরে যেতে বলেন। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই নেটপাড়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

তবে প্রশ্ন উঠছে, এতবড় একটা অনুষ্ঠানে কীভাবে ছাদের অংশ ভেঙে পড়ল। এক্ষেত্রে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও উঠে আসছে। তবে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দুর্ঘটনা ঘটলেও সকলে কিন্তু ‘হাউসফুল ৫’ সিনেমার প্রচারে দারুণ সময় পার করছেন।

মঙ্গলবার ইউটিউবে প্রকাশ পেয়েছে বহু প্রতীক্ষিত ‘হাউসফুল ৫’ ছবির ট্রেলার। এখন পর্স্নত ইউটিউবে ৯.২ মিলিয়ন বার দেখা হয়েছে। সিনেমার গানগুলোও বেশ আলোড়ন তুলেছে। রোম্যান্স, কমেডিতে ভরপুর ‘হাউসফুল ৫’ ছবির ট্রেলার ইতোমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে। আগামী ৬ জুন মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ অভিনীত বহু প্রতীক্ষিত বিগ বাজেট এই সিনেমা।

ঠিকানা/এএস

কমেন্ট বক্স