বিতর্কিত বাংলাদেশি অর্থলগ্নিকারী অ্যাপ এমটিএফইতে (মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ) বিনিয়োগ করে বিপদে রয়েছেন ভারতের অনেকেই। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ছত্রিশগড়, মহারাষ্ট্র ও আসামসহ অনেক রাজ্যে বাংলাদেশি অ্যাপটির গ্রাহক রয়েছে। অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সবাই।
বাংলাদেশসহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি প্রদেশেও গ্রাহক সংগ্রহের জাল বিছিয়েছিল এমটিএফই অ্যাপ কর্তৃপক্ষ। সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যমে অ্যাপটি নিয়ে খবর প্রকাশ হয়। জানা যায়, ভাগ্যবদলের আশায় বহু যুবক এতে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন।
রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের আরিফবাড়ী এলাকায় ভুঁইফোড় অ্যাপে বিনিয়োগকারীরা বিক্ষোভ করলে পুরো ঘটনা সামনে আসে। বিনিয়োগকারীদের দাবি, শুধু বারাসাত এলাকায় প্রায় দেড় হাজার বিনিয়োগকারী থেকে পঞ্চাশ কোটি রুপির বেশি হাতিয়ে নিয়েছেন মেটাভার্স ফরেন এক্সচেঞ্জের দুই সিইও প্রণয় দে ও জহিরুল ইসলাম। বারাসাত এলাকায় একাধিক হোটেল ব্যবসায় বিনিয়োগ রয়েছে তাদের। জানা গিয়েছে, কলকাতার নিউটাউনে আবাসন খাতেও বিপুল বিনিয়োগ রয়েছে এই সংস্থার।
এদিন সংস্থার সিও প্রণব দের হোটেলের সামনে বিক্ষোভ দেখান বিনিয়োগকারীরা। যদিও পরে পদক্ষেপ তারা কী নেবে সেটা এখনও তারা জানাতে পারেনি। তাদের অনুমান, সংস্থার দুই সিইওসহ কর্তা ব্যক্তিরা এরই মধ্যে বিদেশে পালিয়ে গিয়েছেন।
ঠিকানা/এসআর