বিশ্বে বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে বড় ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি লিমিটেড (সিএটিএল) সম্প্রতি লিথিয়াম আয়রন ফসফেট (এলপিএফ) ব্যাটারি তৈরি করেছে। যা সুপারফাস্ট চার্জ হবে বলে জানিয়েছে চীনা প্রতিষ্ঠান  সিএটিএল। একই সঙ্গে মাত্র ১০ মিনিটের চার্জে ৪০০ কিলোমিটার পর্যন্ত গাড়ি চালানো যাবে। এছাড়াও সম্পূর্ণ চার্জে চলবে ৭০০ কিলোমিটার। 
শেনক্সিং নামের এই ব্যাটারি চলতি বছরের শেষে উৎপাদন করা হবে। এছাড়া ২০২৪ সালের প্রথম তিন মাসের মধ্যে বাজারে আসবে বলে জানিয়েছেন সিএটিএলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা গাও হান। দ্য ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি। 
সম্প্রতি সিএটিএল জানিয়েছে, নতুন লিথিয়াম-আয়ন ব্যাটারি বৈদ্যুতিক গাড়িগুলোর জন্য নতুন যুগের সূচনা করবে। কারণ এটি বৈদ্যুতিক গাড়িগুলোর চার্জিংয়ে সীমাবদ্ধতাগুলো সমাধান করবে।
সিএটিএলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা গাও হান জানান, শেনক্সিং ব্যাটারি হলো বিশ্বের প্রথম সুপারফাস্ট চার্জিং এলপিএফ (লিথিয়াম আয়রন ফসফেট) ব্যাটারি। এ ধরনের ব্যাটারি প্রথম আমেরিকার বিখ্যাত বৈদ্যুতিক গাড়ি সংস্থা টেসলাকে দিয়েছিল সিএটিএল। দ্রুত চার্জিং সক্ষমতার কারণে ২০২১ সালে তা ব্যাপকভাবে আলোচিত হয়।
সিএটিএলের প্রধান বিজ্ঞানী ড. উ কাই বলেন, বৈদ্যুতিক গাড়ির এ ব্যাটারির ভবিষ্যৎ বৈশ্বিক প্রযুক্তির ওপর নির্ভর করছে। সেই সঙ্গে গ্রাহকরা যেন স্বল্প মূল্যে এ সুবিধা নিতে পারে সেদিকটা ভাবা হচ্ছে। 
তিনি বলেন, আমাদের উচিত উন্নত প্রযুক্তিকে সবার জন্য ব্যবহারযোগ্য করে তোলা। সবাই যেন উদ্ভাবনের ফল ভোগ করতে পারেন।
এদিকে মার্কিন বৈদ্যুতিক গাড়ির সংস্থা টেসলাকে ব্যাটারি সেল সরবরাহ করে চীনা এ প্রতিষ্ঠানটি। এছাড়া তাদের আরও গ্রাহকদের মধ্যে রয়েছে—বিএমডব্লিউ, হোন্ডা, টয়োটা, ভক্সওয়াগেন ও ভলভো। তবে এ ব্যাটারি প্রথমে কে পাবে তা প্রকাশ করেনি সিএটিএল।
ঠিকানা/এসআর
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
