Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

শেষ মুহূর্তে হামজাদের স্বপ্নভঙ্গ

শেষ মুহূর্তে হামজাদের স্বপ্নভঙ্গ ছবি সংগৃহীত
ম্যাচের শুরুতে শক্তিশালী সান্ডারল্যান্ডকে ভালোই চাপে রেখেছিল শেফিল্ড ইউনাইটেড। আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের প্রথমার্ধে এগিয়েও যান হামজারা। যদিও দ্বিতীয়ার্ধে নেমে সেই দাপট ধরে রাখতে পারল না দলটি। শেষ সময়ের গোলে হামজাদের স্বপ্ন ভঙ্গ করে ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে ফিরছে সান্ডারল্যান্ড।

চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে শনিবার (২৪ মে) ২-১ গোলে জিতেছে সান্ডারল্যান্ড। ওয়েম্বলিতে দারুণ জয়ে আর বছর পর ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে ফিরছে দলটি।

২৫তম মিনিটে টাইরিস ক্যাম্পবেলের গোলে এগিয়ে যায় শেফিল্ড। আর ম্যাচের ৭৬তম মিনিটে সান্ডারল্যান্ডকে সমতায় ফেরান এলিজার মায়েন্দা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে নেন টাইরিস ক্যাম্পবেল। এই গোলেই হামজাদের হৃদয় ভেঙে প্রিমিয়ার লিগের পরের আসরে জায়গা করে নেয় সান্ডারল্যান্ড।

এর আগে লিডস ইউনাইটেড ও বার্নলি ২৪ দলের লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে সরাসরি উঠে যায় প্রিমিয়ার লিগে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স