Thikana News
০৮ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

সিলেট সীমান্তে দিয়ে ২২ জনকে পুশইন করলো বিএসএফ

সিলেট সীমান্তে দিয়ে ২২ জনকে পুশইন করলো বিএসএফ ছবি : সংগৃহীত
সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ২৪ মে (শনিবার) সকালে সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। এর আগে গত ১৪ মে কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করে বিএসএফ।

বিজিবি জানায়, ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।

তিনি বলেন, সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নারী, শিশু ও পুরুষসহ ২২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় শনাক্ত করা হচ্ছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা থেকে ২২ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি আমাদের কাছে হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স