Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৩

যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৩ ছবি সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি পার্কে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে জুয়েল (৪০) নামের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৩ মে) রাত পৌনে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী পার্কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের আঘাত তুলনামূলকভাবে গুরুতর। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হানিফ ফ্লাইওভারের ওপর থেকে কেউ ককটেলটি নিচে ছুড়ে ফেলেছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

আহত জুয়েলের ডান হাতে ও বাঁ পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স