Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

না দেখার পথে রাত্রিযাপন

না দেখার পথে রাত্রিযাপন
বিষণ্নতায় মন যখন রাতের কালো আঁচলে
প্রসন্নতা খুঁজে পায় না, তখন ঊষালগ্ন হাত বাড়িয়ে দেয়
হিরণয় রঙে রুপালি জলে হাত ভিজিয়ে দিয়ে।
সময়ের তাৎক্ষণিক অপেক্ষমাণ উপেক্ষিত মুহূর্তগুলো
ভোরের রোদমাখা আমেজে সজীব হতে চায়
যদিও দুঃসময় প্রতিকূল অবরোধে নির্বিকার।

যন্ত্রণা জীবনে থাকবেই যে যা-ই বলুক,
চলুক পথচলা নিজের মতো করে।
জমিতে আলোর স্পর্শ থাকলে
বৃষ্টিকণারা ধেয়ে আসবেই মাটির অভিসারে।
উদ্ভিন্ন উল্লাসে মুখরিত পল্লবিত শাখায়
দলবেঁধে পাখি আসে অবশেষে চলে যায়
বাতাসে ডানা মেলে একান্ত আত্মবিশ্বাসে।

‘ঝড়ের কবলে পড়ব না’-আস্থাহীন এ বিশ্বাসে
আমার গন্তব্য আমাকে পথ দেখায় না,
স্বাগত জানায় যদি পথে নেমে পথ খুঁজি,
তিমিরের নিবিড়ে ডুবে যখন আলোর ঝলকানি দেখি।

প্রস্তুত হও অবশেষে কালোকে ভালোবেসে,
না দেখার পথে রাত্রিযাপন উদযাপিত হবে
শেষবারের মতো অরুণোদয়ের কোনো এক প্রত্যুষে।
-নিউইয়র্ক
 

কমেন্ট বক্স