লায়ন্স ক্লাব ইন্টরন্যাশনালের নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২০ আর২ নির্বাচনে গভর্নর নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন আসেফ বারী টুটুল। নির্বাচনে দ্বিতীয় ভাইস গভর্নর নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন শাহনেওয়াজ। প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন নেনা লোজাদা স্মিথ।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী সেবামূলক সংগঠনের এক অনন্য নাম, যা ২০০টিরও বেশি দেশে মানবতার কল্যাণে কাজ করে
চলেছে। নিউইয়র্কের অন্তর্গত ডিস্ট্রিক্ট ২০-আর২ সম্প্রতি নতুন নেতৃত্ব নির্বাচন করে এগিয়ে চলেছে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সেবার দিকেই। গত ১৬ থেকে শুক্রবার ১৮ মে  রোববার নিউইয়র্কের বাফেলোর নায়াগ্রা কনভেনশন সেন্টারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 
এই নির্বাচন কেবল নেতৃত্বের পরিবর্তন নয়, বরং নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী চিন্তাধারা এবং বহুজাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধতার প্রতিফলন। তিনজন নেতাই তাঁদের কর্মের মাধ্যমে ইতোমধ্যে ডিস্ট্রিক্ট ২০-আর২-এর সেবার পরিধিকে প্রসারিত করেছেন এবং ভবিষ্যতে আরও বহুমাত্রিক প্রকল্প ও কার্যক্রমের পরিকল্পনা করছেন।
লায়ন আসেফ বারী টুটুল, পিএমজেএফ দীর্ঘদিনের লায়ন সদস্য, যিনি তাঁর দৃঢ় নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকারের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি বিভিন্ন সময় লায়ন্স ক্লাবের বিভিন্ন কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন, যেমন ফুড ড্রাইভ, ব্লাড ডোনেশন ক্যাম্প, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, এবং তরুণ সমাজকে নেতৃত্বে উদ্বুদ্ধ করার প্রকল্প।
লায়ন নেনা লোজাদা স্মিথ, পিএমজেএফ- প্রথম ভাইস গভর্নর হিসেবে তাঁর নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা বহন করে। নারী নেতৃত্বকে সামনে এনে লায়ন্স ক্লাব আরও বৈচিত্র্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হয়ে উঠছে। তিনি নিউইয়র্কের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংযোগ স্থাপনের পাশাপাশি নারী ও শিশু উন্নয়নমূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
লায়ন শাহনেওয়াজ, পিএমজেএফ- দ্বিতীয় ভাইস গভর্নর হিসেবে তাঁর যাত্রা প্রমাণ করে যে তরুণ নেতৃত্বও লায়ন্স ক্লাবে গভীর প্রভাব ফেলতে সক্ষম। তাঁর কার্যকরী দৃষ্টিভঙ্গি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনসম্পৃক্ততার কৌশল ইতোমধ্যেই আলোচনায় এসেছে। তিনি বিশেষ করে পরিবেশ সচেতনতা এবং যুব সমাজকে সমাজসেবায় সম্পৃক্ত করতে কাজ করে চলেছেন।
নতুন নেতৃত্বের অগ্রাধিকার: ভবিষ্যতের রূপরেখা: নতুন নেতৃত্বের অধীনে ডিস্ট্রিক্ট ২০-আর২-এর কিছু প্রধান অগ্রাধিকার বিষয় হিসেবে উঠে এসেছে, যেমন- স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সরাসরি কাজ করা অভিবাসী, বয়স্ক নাগরিক এবং সুবিধাবঞ্চিত শ্রেণির মাঝে সেবা বিস্তারের পরিকল্পনা রয়েছে। পরিবেশ ও টেকসই উন্নয়ন, বৃক্ষরোপণ, জল সংরক্ষণ এবং প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা।
তরুণ সমাজকে নেতৃত্বে আনা, লিও ক্লাবগুলোর সক্রিয় অংশগ্রহণ বাড়ানো এবং তরুণদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন। স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সচেতনতা, ফ্রি মেডিকেল ক্যাম্প, মানসিক স্বাস্থ্য সেমিনার এবং হেলথ স্ক্রিনিং চালু করার পরিকল্পনা
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ভূমিকা ও প্রভাব : বিশ্বে ১.৪ মিলিয়নেরও বেশি সদস্যের সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রতি বছর কোটি কোটি মানুষের জীবনে পরিবর্তন এনে দিচ্ছে। নিউইয়র্কের মতো বহুজাতিক শহরে এ ধরনের সেবামূলক নেতৃত্ব সামাজিক সমতা, সহানুভূতি ও পারস্পরিক সহায়তার প্রতীক হয়ে উঠছে। বিশ্বব্যাপী মহামারির পরে মানুষের জীবনে যে ধস নেমেছে, সেখানে লায়ন্স ক্লাবের কার্যক্রম অনেকাংশে সেই শূন্যতা পূরণ করছে, খাদ্য নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য সেবা, শিশুদের শিক্ষা সহায়তা, এবং জরুরি ত্রাণসহ বহু উদ্যোগ নতুন নেতৃত্বের অধীনে আরও কার্যকরভাবে পরিচালিত হবে বলে আশা করা যায়। নবনির্বাচিত এই তিন নেতার সম্মিলিত অভিজ্ঞতা, ভিশন এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ২০-আর২-কে এগিয়ে নিয়ে যাবে আরও সংহত, মানবিক ও কার্যকর সেবার পথে। একটি বহুধারার সমাজে এমন নেতৃত্বই পারে সেবা, সংহতি ও সমৃদ্ধির আদর্শ প্রতিষ্ঠা করতে। লায়ন্স ক্লাবের মূলমন্ত্র ‘উই সার্ভ’ এই প্রতিশ্রুতির বাস্তব রূপ দিতে নতুন নেতৃত্বের প্রতিটি পদক্ষেপই হয়ে উঠবে ভবিষ্যতের দিশারি।
 
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা রিপোর্ট
 ঠিকানা রিপোর্ট  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
