নিউইয়র্কে অনুষ্ঠিত হলো বাংলা ফোক অ্যান্ড রক ভেস্টিভ্যাল। গত ১৮ মে রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকায় অ্যামাজুরা কনসার্ট হলে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালে তারুণ্যের জোয়ার ছিল। বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় ব্যান্ড দল অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস উইথ সুনিধি ও ইজি এবং নিউইয়র্কের ব্যান্ডদল ব্রাদার্স ইন ম্যাডনেস (বিআইএম)। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রমোটার প্রতিষ্ঠান ফ্রিডম এন্টারটেইনমেন্ট এই ফেস্টিভ্যালের আয়োজন করেছিল।
নিউইয়র্কে বাংলা ফোক অ্যান্ড রক ফেস্টিভ্যালের এমসি ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া। তার অনবদ্য উপস্থাপনা সবাইকে মুগ্ধ করে।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ৫টি শহর যথাক্রমে ডালাস, অস্টিন, সিয়াটল, ভার্জিনিয়া, নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে বাংলা ফোক অ্যান্ড রক ফেস্টিভ্যাল। আগামী ২৫ মে রোববার লস অ্যাঞ্জেলেসে কনসার্ট দিয়ে শেষ হবে ফেস্টিভ্যালের।
নিউইয়র্কে অ্যামাজুরা কনসার্ট হলে অনুষ্ঠিত কনসার্টে প্রথমে মঞ্চ মাতাতে আসে নিউইয়র্কের ব্যান্ডদল ব্রাদার্স ইন ম্যাডনেস (বিআইএম)। দলটির শিল্পী ফারিয়া প্রেমা, রুশো, রূপম, তুর্য ও নাইমের পরিবেশনা সবাইকে মাতিয়ে তোলে। এরপর মঞ্চে আসে বাংলাদেশের ব্যান্ডদল ইজি। দলটির ভোকাল ও গিটারিস্ট এরশাদ জামান একসময় আর্টসেলের অন্যতম সদস্য ছিলেন। ২০ বছর পর তিনি সোলো সঙ্গীত পরিবেশন করেন। তার গানও দর্শকরা উপভোগ করেন।
সবশেষ মঞ্চ মাতাতে আসেন জনপ্রিয় শিল্পী শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি। সঙ্গে ছিল তাঁর দল ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’। সবাইকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত মাতিয়ে রাখেন তারা। প্রসঙ্গত, অনেক দিন ধরে একক গানের বাইরে ‘কোক স্টুডিও বাংলা’ নিয়ে ব্যস্ত অর্ণব।
অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে এসে শুভেচ্ছা বক্তব্য দেন ফ্রিডম এন্টারটেইনমেন্টের বুলবুল ও প্রতীক (নিউইয়র্ক) এবং প্রিতম ও জনি (ডেনভার)। ফেস্টিভ্যাল সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।
অনুষ্ঠানে প্রায় ৮০০ টিকেট বিক্রি হয়েছে। আরো প্রায় ৩০০ টিকেট বিক্রি করা যেত। কিন্তু স্বাচ্ছন্দে কনসার্ট উপভোগ করার জন্য আর টিকেট বিক্রি করেননি বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের প্রশংসা করেন দর্শকরা। আর এই সাউন্ড সিস্টেম ব্যবস্থাপনায় ছিল বিডি সাউন্ড এবং তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার নিবির। তবে সাউন্ড মিক্সিংয়ে সহায়তায় ছিলেন কোক স্টুডিও বাংলার সাউন্ড ইঞ্জিনিয়ার জাকির।