Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশো

সেনাপ্রধানকে নিয়ে ‘পিউর গুজব’ ছড়ানো হচ্ছে: প্রেস সচিব

সেনাপ্রধানকে নিয়ে ‘পিউর গুজব’ ছড়ানো হচ্ছে: প্রেস সচিব



 
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে যে গুজব, তা ‘পিউর গুজব’। এগুলো যারা ছড়াচ্ছে, তারা দেশে অস্থিরতা তৈরি করতে চায়। ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে এসে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে জেনারেল ওয়াকারের সম্পর্ক ‘খুব ভালো’- এমন দাবি করে প্রেস সচিব বলেন, ‘মাসে এক-দুইবার জেনারেল ওয়াকার দেখা করতে আসেন। তখন কথা হয়। আবার স্যারও (প্রধান উপদেষ্টা) মাঝেমধ্যে এএফডিতে (সশস্ত্র বাহিনী বিভাগ) যান। প্রতিনিয়ত তাদের কথাবার্তা হয়। সেক্ষেত্রে দূরত্বটা কী হলো- আমার বোধগম্য নয়।’

২০ মে মঙ্গলবার নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) সরাসরি সম্প্রচারিত এই টকশোতে একক অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। যা সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যানেলে। অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রম নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সমকালীন আলোচিত নানা বিষয়ে ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

মঙ্গলবার (২০ মে) সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের নতুন ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। এই ধারাটি যুক্ত করা হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঠিক আগের দিন। এর মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের কোনো সংবাদ প্রকাশের সুযোগ বন্ধ করে দেওয়া হয়। এতে গণমাধ্যমের অধিকার সীমিত হতে পারে- সেই শঙ্কার কথা বলেছে সম্পাদক পরিষদ। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মোহাম্মদ শফিকুল আলম বলেন, ‘জেএমবি, হরকাতুল জিহাদ- যেসব সংগঠন নিষিদ্ধ হয়েছে, তাদের কার্যক্রমের সংবাদ কী কেউ প্রকাশ করে? আওয়ামী লীগ নিষিদ্ধের আগে অনেকেই শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করেছে, যেখানে তিনি আমাদের জঙ্গি বলেছেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেশের কোনো সংবাদমাধ্যম যাতে প্রকাশ করতে না পারে, বিগত আওয়ামী লীগ সরকার আইনি মারপ্যাঁচে ফেলে সেটা নিশ্চিত করেছিল। অন্তর্বর্তী সরকার আসার পর তা প্রত্যাহার করা হয়েছে। তবে নিষেধাজ্ঞার সময়েও তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার কথা বললেন তখন বাংলাদেশ ব্যুরোর প্রধান হিসেবে এএফপিতে কর্মরত সাংবাদিক মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলছেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে লন্ডনে তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়া হয়। যা আন্তর্জাতিকভাবে প্রকাশ করা হয়। তবে দেশের কোনো সংবাদমাধ্যম তা প্রকাশ করেনি, জানালেন তিনি।

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে আন্দোলন করছে তার সমর্থকরা। অন্তর্বর্তী সরকারের সময় আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনে শাহাদাত হোসেন মেয়র হয়েছেন, সেক্ষেত্রে ইশরাকের বিষয়টি ঝুলে আছে কেন- এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, একজনের জন্য যেটা হতে পারে, অন্যজনের বেলায় সেটা না-ও হতে পারে। ইশরাকের বিষয়টির সঙ্গে আইন-কানুন জড়িত। আইন উপদেষ্টা এখন বিদেশে। তিনি ফিরে এলে বিষয়টির সুরাহা হবে। এর জন্য এক-দুটো দিন অপেক্ষা করতে হবে, বলছেন প্রেস সচিব।

সরকার জাতীয় নির্বাচনের সম্ভাব্য কোন মাস নির্ধারণ করেছে কি না, জানতে চাইলে মোহাম্মদ শফিকুল আলম বলেন, সুর্নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত হয়নি।

“আমি আশ্বস্ত করতে চাই- নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এটা নিয়ে ধোঁয়াশার কিছু নেই।”- যোগ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

মুখোমুখি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভিডিও লিঙ্ক

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স