Thikana News
২১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

ইসলামী ব্যাংকে মাসব্যাপী  উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম চলছে

ইসলামী ব্যাংকে মাসব্যাপী  উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম চলছে
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের তত্বাবধানে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম গত ১৮ মে থেকে শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমির উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন। ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম ও যুগ্ম পরিচালক মো. নূরুল কাওসার সাঈফ। 
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ-এর মহাপরিচালক কে.এম. মুনিরুল আলম আল-মামুন এবং স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান মিজি। 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সেইফ) প্রকল্পের আওতায় প্রথম ব্যাচে মোট ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তা এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স