Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট

৪ জেলায় ছাত্রলীগের ২৬ নেতাকে অব্যাহতি

৪ জেলায় ছাত্রলীগের ২৬ নেতাকে অব্যাহতি ছবি সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে সমবেদনা জানিয়ে স্ট্যাটাস দেওয়ায় চার জেলায় ছাত্রলীগের ২৬ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ১৯ আগস্ট শনিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে ফেনীতে ২০ জন, বরিশালে ৪ জন এবং লক্ষ্মীপুর ও পটুয়াখালীতে একজন করে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফেনী : ফেনীতে অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগের ২০ নেতা হলেন জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি সম্পাদক নজরুল ইসলাম জাবেদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন ও রাকিব উদ্দিন, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু ও মোস্তাফিজুর রহমান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি শুভ, উপদপ্তর সম্পাদক আল মামুন, সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল আরাফাত, উপবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, সদর উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক হাসান আহাম্মদ, ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন রাজু, ফেনী পৌর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক শরিফ উদ্দিন ফরহাদ, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জোবায়েদ হোসেন বাদল, ফেনী পৌর ছাত্রলীগের গণশিক্ষাবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম মুন্না, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ফজলুর রহমান, দাগনভূঞা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক পরান, ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সহসভাপতি জাহিদ হাসান শুভ, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের উপবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক সম্পাদক শেখ রাসেল, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন রনি, ফুলগাজী উপজেলা ছাত্রলীগের উপগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন।

১৯ আগস্ট শনিবার ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশাল : বরিশালে বহিষ্কৃত ছাত্রলীগের চার নেতা হলেন উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্ত, সদস্য সাইদ ফকির, গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু হাওলাদার ও গুঠিয়া আইডিয়াল কলেজ ছাত্রলীগের সভাপতি তাইজুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী।

বহিষ্কৃত বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী বলেন, ‘সাঈদীর মৃত্যু নিয়ে আওয়ামী লীগ ও সরকারকে দোষারোপ করে অপপ্রচার দেখে আমি তার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে উল্লেখ করে পোস্ট করেছিলাম। পরে নেতাদের কাছে ক্ষমাও চেয়েছি। তার পরও দল যা ভালো মনে করেছে, সেই সিদ্ধান্ত নিয়েছে। এখানে আমার বলার কিছু নেই।’

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাদুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফ হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মাল ও সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার বিকালে উপজেলা ছাত্রলীগ এক জরুরি সভায় শরীফকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, সাঈদীর মৃত্যুর পর ছাত্রলীগ নেতা শরীফ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন’ লিখে সাঈদীর একটি ছবি শেয়ার করেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি বলেন, ‘দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকায় শরীফকে বহিষ্কার করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করেছি।’

তবে সংগঠন থেকে বহিষ্কারের কারণ জানেন না দাবি করে বহিষ্কৃত শরীফ বলেন, ‘কেন আমাকে বহিষ্কার করা হয়েছে, তা জানা নেই। কীভাবে সাঈদীকে নিয়ে আমার আইডিতে পোস্ট হয়েছে তা-ও জানি না।’

পটুয়াখালী : জেলা ছাত্রলীগের সহসভাপতি মুজাহিদুল ইসলাম তাছির মৃধাকে বহিষ্কার করা হয়েছে। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মুজাহিদুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে শোক জানিয়ে পোস্ট দেওয়ায় এই ২৬ নেতা ছাড়াও এর আগে বিভিন্ন জেলায় অন্তত অর্ধশত ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একই ঘটনায় রাজশাহীর এক পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। চট্টগ্রামে চাকরি গেছে এক মাদ্রাসাশিক্ষকেরও।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স