Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ইমরান খানের দলের নেতৃত্বে থাকা কোরেশিও গ্রেপ্তার

ইমরান খানের দলের নেতৃত্বে থাকা কোরেশিও গ্রেপ্তার ছবি সংগৃহীত
ইমরান খান জেলে যাওয়ার পর তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্ব দিচ্ছিলেন শাহ মেহমুদ কোরেশি। কিন্তু শেষ পর্যন্ত তাকেও আটক করেছে দেশটির পুলিশ।

১৯ আগস্ট শনিবার রাজধানী ইসলামাবাদ থেকে কোরেশিকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পিটিআই। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশিকে আরও একবার অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।’

আরও জানানো হয়, গ্রেপ্তারের পর কোরেশিকে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফআইএ) সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। এই সংস্থাটিই বর্তমানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি কূটনৈতিক চিপ সরিয়ে ফেলার অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে।

পিটিআইয়ের সাধারণ সম্পাদক ওমর আইয়ুব জানান, একটি সংবাদ সম্মেলন শেষ করে বাড়ি ফেরা মাত্রই কোরেশিকে তুলে নিয়ে যাওয়া হয়। সংবাদ সম্মেলনে সম্প্রতি বিদেশি কূটনীতিকদের সঙ্গে দেখা করেছিলেন বলে বক্তব্য দিয়েছিলেন কোরেশি।

ওমর বলেন, ‘আশা করেছিলাম, ফ্যাসিবাদী পিডিএম সরকারের বিদায়ের পর অনাচারের রাজত্বের অবসান হবে। কিন্তু দেখা যাচ্ছে, এই তত্ত্বাবধায়ক সরকার তাদের পূর্বসূরি ফ্যাসিবাদী সরকারের রেকর্ড ভাঙতে চায়।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স