Thikana News
১৯ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৯ অক্টোবর ২০২৪


 

বাংলাদেশের উন্নয়নে ভারত পাশে থাকতে চায় : প্রণয় ভার্মা

বাংলাদেশের উন্নয়নে ভারত পাশে থাকতে চায় : প্রণয় ভার্মা ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ফাইল ছবি


বাংলাদেশের উন্নয়নে ভারত পাশে থাকতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। ১৯ আগস্ট (শনিবার) সকালে জাতীয় জাদুঘরে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে পূর্ণ সমর্থন আছে ভারতের।

এজন্য দুই দেশ এক হয়ে কাজ করার অঙ্গীকারও করেন প্রণয় ভার্মা। তিনি বলেন, সহিংসতা ও জঙ্গীবাদ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে ভারত। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুকে হত্যার জন্য সব ষড়যন্ত্র করেছিল আমেরিকা। ১৫ আগস্টের হত্যাকাণ্ডে আমেরিকা জড়িত। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা। কেউ চাইলেও তা মুছে ফেলতে পারবে না বলেও জানান মোজাম্মেল হক।


ঠিকানা/এম

কমেন্ট বক্স