‘প্রেম তুমি’ গান গাইতে গাইতে মূল মঞ্চে আসেন তাহসান খান। এরপর পরিবেশন করেন তার আরেক জনপ্রিয় গান ‘ভালবাসি শুধু তোমায় ভালবাসি’। এরপর দর্শকদের অনুরোধে একে একে গেয়ে শোনান ‘তুমি ছুঁয়ে দিলে মন’, ‘ঈর্ষা’, ‘প্রেমাতাল’, ‘কেউ না জানুক আমিতো জানি আমি তোমার’, ‘আমি সেই সুতো হবো’র মতো অত্যন্ত জনপ্রিয় সব গান। শেষ করেন তার আরেক কালজয়ী গান ‘আলো’ দিয়ে। বাংলাদেশি নারীদের সংগঠন বিউটিফুল লেডিস অব ইউএসএ এবং ইজাজুল ইসলাম নাইমের যৌথ উদ্যোগে গত ১০ মে সন্ধ্যায় কুইন্সের একটি পার্টি হলে কনসার্টে অংশ নেন জনপ্রিয় সংগীত শিল্পী তাহসান খান। তিনি গান গেয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন। গোল্ডেন এজ হোমকেয়ার প্রেজেন্টস তাহসান লাইভ কনসার্টে তাহসানের গান শুনতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির, বিশেষ করে তরুণীদের, উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। এ সময় তাহসান বলেন, অনেকদিন পর নিউইয়র্কে গাইতে এসে অনেক ভালো লাগছে। বিশেষ করে আপনাদের মতো এতো প্রাণবন্ত মানুষদের দেখে মনে হচ্ছে, আরো আগে আপনাদের সামনে গান গাইতে পারলে ভালো লাগতো।
তাহসান খান মঞ্চে আসার আগে নিউইয়র্কের গুণী শিল্পী রানু নেওয়াজের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে তাহসান ছাড়াও সংগীত পরিবেশন করেন রানু নেওয়াজ, প্রেমা ও অনিক রাজ। অনুষ্ঠানটির টাইটেল স্পনসর ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আজিম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, শাহজাদী পারভিন সারা, ডা. জে সি প্যাটেল, নিউইয়র্ক সিনিয়র এডাল্ড ডে কেয়ার পক্ষে জাহিদ আলম, এবিসিএইচ গ্রুপের অ্যাডমিন তরিকুল ইসলাম মিঠু এবং অ্যাডভোকেট রেদওয়ানা সেতু। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন ইজাজুল ইসলাম নাইম, ফেসবুক পেজ বিউটিফুল লেডিসের অ্যাডমিন সিলভি, নাদিয়া চৌধুরী প্রমুখ।



ঠিকানা রিপোর্ট


