Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া

তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া ছবি : সংগৃহীত
তাইওয়ানকে ঘিরে আকাশ ও সামুদ্রিক সামরিক মহড়া শুরু করেছে চীন। দেশটি এ মহড়াকে কড়া সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করেছে। আজ ১৯ আগস্ট কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই যুক্তরাষ্ট্র সফরে গেছেন। আর এ নিয়ে বেজায় চটেছে চীন। এরপরেই তাইওয়ানের চারপাশে এমন মহড়া শুরু করল দেশটি।

শনিবার সকালে এক বিবৃতিতে চীনের পিপল'স লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তাইওয়ানের চারপাশে তারা যৌথ নৌ ও আকাশ পথে সামরিক মহড়া শুরু করেছে। আকাশ ও সমুদ্রপথে নিয়ন্ত্রণে নেওয়া ও যুদ্ধের সক্ষমতা যাচাই করতে এ সামরিক মহড়া বলে জানিয়েছে চীনের ইস্টার্ন কমান্ড। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াতে ইস্টার্ন কমান্ডের মুখপাত্র বলেছেন, যুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনীর সক্ষমতা যাচাই করার পরীক্ষা এটি।

তিনি আরও বলেছেন, এ মহড়া তাইওয়ানের স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী ও বিদেশি উপাদন এবং তাদের উস্কানির জন্য একটি কড়া সতর্কবার্তা। চীনের রাষ্ট্রীয় মিডিয়ার ফুটেজে দেখা গেছে, এ মহড়ায় চীনের সেনা, যুদ্ধবিমান এবং জাহাজ অংশ নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রসজ্জিত জাহাজ, যুদ্ধবিমান এই অভিযানে অংশ নিয়েছে এবং তাইওয়ান ঘিরে মহড়া চালাচ্ছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে এই মহড়ার কড়া নিন্দা জানিয়েছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন। দেশটি তাইওয়ানকে দখলে নিতে প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে বলে অঙ্গীকার করেছে।


ঠিকানা/এম

কমেন্ট বক্স