Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


২৯ মে নিউইয়র্ক সিটি স্মল বিজনেস মান্থ এক্সপ্রো

২৯ মে নিউইয়র্ক সিটি স্মল বিজনেস মান্থ এক্সপ্রো



 
দ্য নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব স্মল বিজনেস সার্ভিসেসের (এসবিএস) উদ্যোগে আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ এনওয়াইসি স্মল বিজনেস মানথ এক্সপো। এই মেলায় আগ্রহী ক্ষুদ্র ব্যবসায়ীরা অংশ নিতে পারবেন। ইতিমধ্যে এই মেলায় অংশগ্রহণ করার জন্য নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে। নিউইয়র্ক সিটি ক্ষুদ্র ব্যবসা পরিষেবা বিভাগ ঘোষণা করেছে, এক্সপোর জন্য নিবন্ধন এখন লাইভ আছে। যারা নিবন্ধন করতে চান তারা নিবন্ধন করতে পারবেন। এই এক্সপো ২৯ মে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ৪১৫ পঞ্চম অ্যাভিনিউ, ম্যানহাটনে। এই মেলায় সকল স্তর, শিল্প এবং বরোর ক্ষুদ্র ব্যবসার মালিকরা এক জায়গায় ১০০+ শহরের প্রোগ্রাম, সংস্থা এবং অংশীদারদের কাছ থেকে বিনা মূল্যে পরিষেবা পেতে সক্ষম হবেন। এর মধ্যে রয়েছে দ্রুততর সিটি পারমিট এবং লাইসেন্স, অর্থায়ন এবং আইনি সহায়তা, কর্মী নিয়োগ ও সরকারি চুক্তি। বিনা মূল্যে সম্পদ মেলা, পরামর্শ, কর্মশালা এবং নেটওয়ার্কিং এবং আরও অনেক কিছু।
মে মাসজুড়ে চেম্বারস অব কমার্সের সঙ্গে অংশীদারিত্বে পাঁচটি বরোজুড়ে নিউইয়র্ক সিটি ক্ষুদ্র ব্যবসা মাস উদযাপনের জন্য বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।

কমেন্ট বক্স