ইউক্রেন যুদ্ধে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো ধরনের চাপ দিচ্ছেন না বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লকুাশেঙ্কো। তবে তার দেশের বিরুদ্ধে আক্রমণ হলে জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। ১৭ আগস্ট (বৃহস্পতিবার) অনলাইনে প্রকাশিত এক সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেন, ইউক্রেনে পুতিনের লক্ষ্য অর্জিত হয়েছে। এখন কিয়েভ ও মস্কোর সব বিষয় নিয়ে বসে আলোচনা করা উচিত। তিনি বলেন, এরই মধ্যে রাশিয়ার লক্ষ্য পূর্ণ হয়েছে। এই যুদ্ধ শেষে ইউক্রেন রাশিয়ার প্রতি আর এতটা আক্রমণাত্মক আচরণ করবে না; যেমনটা যুদ্ধের আগে করেছিল।
পুতিনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো বলেন, ‘কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনা শুরু করা উচিত। এটি যে কোনো কূটনীতির নীতি, আমি তাই মনে করি। আমাদের আলোচনার টেবিলে বসতে হবে এবং সবকিছু নিয়ে আলোচনা করতে হবে। ক্রিমিয়া, খেরসন, জাপোরিজিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক; সব বিষয়ে আলোচনা করার দরকার আছে।’
এই যুদ্ধে বেলারুশকে সরাসরি জড়ানোর কোনো প্রয়োজন নেই বলেও মনে করেন বেলারুশিয়ান প্রেসিডেন্ট। তিনি বলেন, বেলারুশ জড়ালে কী লাভ হবে? কিছুই না। তবে তিনি এ-ও বলেন, ‘ইউক্রেনীয়রা আমাদের সীমান্তে অনুপ্রবেশ না করলে, আমরা কোনোদিন যুদ্ধে জড়াব না। তবে আমরা রাশিয়াকে সব সময় সহায়তা করে যাব। তারা আমাদের মিত্র।’
ঠিকানা/এম