Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

’৭১-এর গণহত্যা ও যুদ্ধাপরাধ নিয়ে মাহফুজ আলমের দুটি কথা

’৭১-এর গণহত্যা ও যুদ্ধাপরাধ নিয়ে মাহফুজ আলমের দুটি কথা সংগৃহীত
বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা ত্যাগ করতেই হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, ১৯৭১ সালের গণহত্যা ও যুদ্ধাপরাধের প্রশ্নে কোনো আপস চলে না। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে।
১০ মে (শনিবার) মধ্যরাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, ‘পাকিস্তান এই দেশে গণহত্যা চালিয়েছে। যদিও পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে এবং আবারও ক্ষমা চাইতে রাজি—তবুও যেসব রাজনৈতিক শক্তি এই গণহত্যার সহযোগী ছিল, তারা এখনও ক্ষমা চায়নি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে। ইনিয়ে-বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোট্যাজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে।’

এছাড়া মুজিববাদী বামদের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের ক্ষমা নাই। লীগের গুম-খুন আর শাপলায়, মোদীবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা। এরা থার্টি সিক্সথ ডিভিশন। জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে।’

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, মুজিববাদী বামেরা দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে চক্রান্ত করেই যাচ্ছে। লীগের এসব বি টিম ও শিগগিরই পরাজিত হবে। অন্য কারও কাঁধে ভর করে লাভ নেই।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স