Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

জামালপুরে দলীয় নেতার হাতে লাঞ্ছিত সংরক্ষিত এমপি হোসনে আরা

জামালপুরে দলীয় নেতার হাতে লাঞ্ছিত সংরক্ষিত এমপি হোসনে আরা ছবি সংগৃহীত
জামালপুরের ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলালের উপস্থিতিতে জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) হোসনে আরাকে লাঞ্ছিত করেছেন উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। বৃহস্পতিবার রাত নয়টায় ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৭ আগস্ট নৃশংস বর্বরোচিত সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা চলাকালে এ ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, সংরক্ষিত মহিলা এমপি বক্তব্যকালে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের উদ্দেশে বলেন, দলীয় কর্মসূচিতে আমাকে দাওয়াত দেওয়া হয় না। আমাকে কেন দাওয়া দেওয়া হয় না বলতেই আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন তেড়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজের একপর্যায়ে এমপির গায়ে হাত তোলেন।

এমপি হোসনে আরার উদ্দেশে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বলেন, তোকে দাওয়াত দিতে হবে কেন? 
এ সময় আনোয়ার হোসেনকে নিবৃত না করে টেবিল চাপড়ে ধর্ম প্রতিমন্ত্রী মহিলা এমপি হোসনে আরাকে ধমক দিয়ে চুপ থাকতে বলেন।

পরে মহিলা এমপি হোসনে আরা আওয়ামী লীগ অফিস ত্যাগ করেন।

এ বিষয়ে সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরা রাত ১০টার দিকে নিজ বাসভবনে জরুরি সংবাদ সন্মেলনে বলেন, আমি জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।

আমার নিজ এলাকা ইসলামপুরে দলীয় প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়া হয় না। আমি তো সংসদ সদস্য নয়, দলীয় কর্মী হিসেবে দাওয়াত পাওয়ার অধিকার রাখি। দলীয় সভায় এসব কথা বলতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজের পর আমার গায়ে হাত তুলেছে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন।

এর আগেও সে আমার ওপর হামলা করেছিল। সে সময় ইসলামপুর থানায় মামলা দায়ের করতে গেলে থানা মামলা নেয়নি।

আজ আমাকে দলীয় অফিসে লাঞ্ছিত করার ঘটনা লিখিতভাবে জেলা আওয়ামী লীগ বরাবর অভিযোগ দায়ের করব বলে জানান তিনি।

তবে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, মহিলা এমপি হোসনে আরাকে আমি অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত তুলিনি। এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি বলেন, তিনি একজন সংসদ সদস্য। তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকলে দাওয়াত দিতে হবে কেন। তিনি বরাবরই আমার বিরুদ্ধে এসব অসাংগঠনিক অযৌক্তিক অভিযোগ তোলেন। আজকেও তা-ই ঘটেছে। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত কেউ তোলেনি। তার এসব অভিযোগ সঠিক নয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স