Thikana News
০৪ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

দুই পুত্রবধূকে নিয়ে ভাইয়ের বাসায় খালেদা জিয়া

দুই পুত্রবধূকে নিয়ে ভাইয়ের বাসায় খালেদা জিয়া ছবি সংগৃহীত
দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমানকে সঙ্গে নিয়ে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় এক ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (১০ মে) গুলশানের ৪২ নম্বর সড়কের বাসায় ভাইয়ের আমন্ত্রণে খালেদা জিয়া অংশ নেন।

সর্বশেষ ২০১৭ সালের মে মাসে সাবেক প্রধানমন্ত্রী ছোট ভাই শামীন ইস্কান্দারের বাসায় এক ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন। এরপর নির্বাচনের বছর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকারের চাপে খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠায়। তবে করোনা সংক্রমণ পরিস্থিতি দেখা দিলে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দিলেও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি মুক্ত জীবনে ফিরে আসেন এবং উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যুক্তরাজ্য যান। সেখানে চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে চার মাস পর আবারও কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নীল রঙের শাড়ি এবং নীল রঙের একটি গাড়ির সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পেছনের সিটে দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমানকে নিয়ে ফিরোজা থেকে বের হন। দলীয় পতাকা উড়িয়ে তিনি ভাইয়ের বাসায় যান।

বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, গত মঙ্গলবার চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে ফিরে আসার পর চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে ছিলেন খালেদা জিয়া। এটা প্রথম কোনো আত্মীয়ের বাসায় গেলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স