Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


ডাকাতিয়া নদীতে নৌকাডুবিতে ভাইবোনের মৃত্যু

ডাকাতিয়া নদীতে নৌকাডুবিতে ভাইবোনের মৃত্যু ছবি সংগৃহীত



 
কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে তীব্র বাতাসে নৌকা উল্টে ডুবে গিয়ে ভাইবোন মারা গেছে।

১৮ আগস্ট শুক্রবার উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামে ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ভাইবোন হলো গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের আনিসুর রহমানের ১৬ বছর বয়সী ছেলে তানভীর রহমান ও ২০ বছর বয়সী মেয়ে অরণ্য আক্তার।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানভীর ও অরণ্য পরিবারের সঙ্গে ঢাকায় থাকে। উপজেলার খাটরা গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে শুক্রবার বেলা ১১টার পর মামাতো ভাইসহ মোট পাঁচজন ডাকাতিয়া নদীতে ঘুরতে যায়। মাঝনদীতে প্রবল বাতাসে নৌকা উল্টে ডুবে যায়। এ সময় তিনজন সাঁতরে তীরে এলেও সাঁতার না জানায় আসতে পারেনি তানভীর ও অরণ্য। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে তানভীর ও বিকাল পাঁচটার দিকে অরণ্যের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স