Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

পাকিস্তানের সঙ্গে সংঘাত : ভারতের ৩২ বিমানবন্দর ১৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা

পাকিস্তানের সঙ্গে সংঘাত : ভারতের ৩২ বিমানবন্দর ১৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা ছবি : সংগৃহীত
পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর আসছে ১৫ মে সকাল পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কিছু ‘অপারেশনাল কারণে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া। একইসঙ্গে বিমানবন্দরগুলোতে কঠোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে। খবর ইন্ডিয়া টাইমস

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারির মাধ্যমে ৩২টি বিমানবন্দরের সব বেসামরিক বিমানের চলাচল স্থগিত করেছে। বিবৃতি অনুসারে, বিমানকর্মীদের প্রতি দেয়া নোটিশগুলো অস্থায়ীভাবে কার্যকর থাকবে এবং ১৫ মে সকাল পর্যন্ত উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ভারতের যে ৩২ বিমানবন্দরের ফ্লাইট বন্ধ : আধমপুর, আম্বালা, অমৃতসর, আওয়ান্তিপুর, বাথিন্দা, ভূজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্ডন, জয়সলমের, জম্মু, জামনগর, জোধপুর, কাণ্ডলা, কাংড়া (গগ্গল), কেশোড, কিশনগড়, কুল্লু মানালি (ভুন্টার), লেহ, লুধিয়ানা, মুন্দরা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট (হিরাসার), সরসাওয়া, শিমলা, শ্রীনগর, থোইসে ও উত্তরলাই।

এদিকে, দুই দেশের তীব্র উত্তেজনার মধ্যে ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, এনসিএ দেশটির স্থল, আকাশ ও নৌ বাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স