Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বিএনপি ছাড়া সব রাজনৈতিক দল এখন শাহবাগে : সারজিস আলম 

বিএনপি ছাড়া সব রাজনৈতিক দল এখন শাহবাগে : সারজিস আলম  ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ ‘ব্লকেড’ করে রেখেছেন বিক্ষোভকারীরা। তবে এই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেননি বলে দাবি এনসিপি নেতা সারজিস আলমের।

তার দাবি, বিএনপি এবং তার অঙ্গসংগঠন ব্যতীত সকল রাজনৈতিক দল এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেটে অংশ নিয়েছে। ৯ মে (শুক্রবার) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এ দাবি করেন সারজিস।

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, বিএনপি এবং তার অঙ্গসংগঠন ব্যতীত সকল রাজনৈতিক দল এখন শাহবাগে। বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়। 

আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি শুধু এনসিপির দাবি নয়। এই দাবি জুলাইয়ের সকল শক্তির দাবি। এই সমাবেশ জুলাইয়ের সকল শক্তির সমাবেশ।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স