শ্রীলঙ্কার মাটিতে বেশ ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছয় ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে খেলতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে লঙ্কানদের ৩৩৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর বোলারদের নৈপুণ্যে ১৪৬ রানের বড় জয় পেয়েছে যুবা টাইগাররা। এই জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। বাকী দুই ম্যাচের একটিতে জিতলেই সিরিজ নিজেদের করে নেবে যুবা টাইগাররা। ৩ মে (শনিবার) কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে যুবা টাইগাররা, যা বিদেশের মাটিতে ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ওয়ানডেতে বাংলাদেশ যুবাদের সর্বোচ্চ পুঁজি ছিল ৩৪০ রান। ২০১৯ সালের সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল লঙ্কান যুবারা।
আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল সফরকারী বাংলাদেশ। কালাম সিদ্দিকীর ১৯ করে বিদায় নিলে ৪৯ রানের ওপেনিং জুটি ভাঙে। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে ২৩ রানে ফিরতে হয় দুর্ভাগ্যের রানআউটে কাটা পড়ে।
এরপর তৃতীয় উইকেটে জাওয়াদ আর রিজানের জুটি আর পেছনে তাকাতে দেয়নি বাংলাদেশকে। দুজন মিলে স্কোরবোর্ডে ১৩৫ রান যোগ করেন। এতেই বড় পুঁজির ভিত পায় বাংলাদেশ।
১১৫ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১৩ রান করেছেন জাওয়াদ। ৭৭ বলে রিজান ৮২ রানের ইনিংসটি সাজান ৫টি চার ও ৩ ছক্কায়। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন রাসিথ নিমসারা। এ ছাড়া থারুসা নাভদ্য ২ এবং সানুজা নিন্দুওয়ারা এক উইকেট নিয়েছেন।
বিস্তারিত আসছে...
ঠিকানা/এএস