জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ নেই। অবিলম্বে স্বৈরাচারী দলটিকে নিষিদ্ধ করতে হবে। সেটাই হবে দেশে সবচেয়ে বড় সংস্কার। ৩ মে (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আবরার ফাহাদ ও শহিদ আলিফের রক্তের ওপর পা দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। একাত্তর পরবর্তী সময়ে শেখ মুজিব বাকশালের মাধ্যমে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছেন। দলটির লুটপাটের কারণে চুয়াত্তরের দুর্ভিক্ষে ১৫ লাখ মানুষ মারা গেছে। তারা কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল ও শাপলা ট্র্যাজেডিসহ আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে এই মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম।
ঠিকানা/এএস 
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
