Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

পতাকা বৈঠকে নিজ নাগরিকদের ফেরত নিল বিজিবি-বিএসএফ

পতাকা বৈঠকে নিজ নাগরিকদের ফেরত নিল বিজিবি-বিএসএফ ছবি : সংগৃহীত





 
দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি দুই কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক ভারতীয় দুই নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করে। গতকাল ২ মে (শুক্রবার) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিরল উপজেলার ধর্মজইন বিওপির নোম্যান্স ল্যান্ডে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন এনায়েতপুর বিওপির কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া। বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

তবে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে ভারতের পক্ষ থেকে বৈঠকে কারা উপস্থিত ছিলেন, তা জানা যায়নি।

এর আগে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মজইন বিওপির মেইন পিলার ৩২১ ও সাব পিলার ১১-এর নিকটবর্তী এলাকায় ধান কাটার সময় বাংলাদেশি কৃষক মাসুদ ও এনামুলকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

এর প্রতিবাদে সীমান্তবর্তী কডইল গ্রামের স্থানীয়রা ভারতীয় দুই নাগরিককে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন- ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের বাসিন্দা সরেন টুডুর ছেলে অবিনাশ টুডু ও লদু সরেনের ছেলে দিলীপ সরেন।

পরে উভয় দেশের বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স