ডাম্বুলা অরার কাছে হেরে গেল সাকিব আল হাসানদের গল টাইটানস। ৬ উইকেটের পরাজয়ে ফাইনালে যাওয়ার অপেক্ষা বেড়েছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচ জিতেই প্রথম দল হিসেবে ফাইনালে গেছে ডাম্বুলা।
১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ডাম্বুলা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন কুশল পেরেরা। ৩৯ বলে চার ৪ ও তিন ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। এ ছাড়া কুশল মেন্ডিস ৪৯ রান করে আউট হন।
গল টাইটানসের হয়ে সাকিব, প্রসান্না, শামসি ও শানাকা প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেছেন।
এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে ওঠার ম্যাচে আগে ব্যাট করতে নেমে গল টাইটানস করে ১৪৬ রান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লাসিথ ক্রুসপুলের ৫১ বলে ৮০ রানের ওপর ভর করেই দাঁড়ায় ইনিংসটি। দ্বিতীয় বলেই রাজাপাকশেকে হারানোর পর দুই বাংলাদেশি লিটন দাস ও সাকিব আল হাসানকে নিয়ে ৭৬ পর্যন্ত নিয়ে যান দলকে। এলপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা লিটন ৭ বলে করেন ৮। সাকিব করেছেন ১৭ বলে ১৯। শেষ ওভারে রান আউটে শেষ হয় ক্রুসপুলের ৭ বাউন্ডারিতে সাজানো ইনিংস। দাম্বুলা অরার হেইডেন কার ১৮ রানে নিয়েছেন তিন উইকেট।
প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল গল টাইটানস খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আজ ক্যান্ডি ও জাফনার মধ্যকার এলিমিনেটর ম্যাচে যে জিতবে, সেই যাবে কোয়ালিফায়ার ২-এ। সেই ম্যাচের জয়ীরা ফাইনালে ডাম্বুলার মুখোমুখি হবে।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


