নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস গত সোমবার কমিউনিটি অপ-এডে লিখেছেন, আমার প্রশাসন শুরু থেকেই জননিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের রাস্তা ও জীবন থেকে অবৈধ অস্ত্র  অপসারণ করা এই মিশনের মূল বিষয়। আমি যেদিন থেকে দায়িত্ব গ্রহণ করেছি সেদিন থেকে এনওয়াইপিডি ২১ হাজার চারশ’র বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ করেছে। জব্দ করা এসব অস্ত্রের বেশির ভাগই গত সপ্তাহে আমি চূড়ান্ত গন্তব্যে পাঠাতে সাহায্য করতে সক্ষম হয়েছি। অর্থাৎ এসব ধ্বংস করা হয়েছে। এগুলো আর কখনো ক্ষতির জন্য ব্যবহার করা যাবে না।
ওয়েস্টবারির রিওয়ার্ল্ড স্থাপনা হলো অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আলামত ধ্বংস বা নষ্ট করার স্থান। এনওয়াইপিডি আর কোনো কাজে দরকার নেই এমন অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আলামত নষ্ট করার জন্য সেখানে পাঠায়। আমাদের প্রশাসন এবং এনওয়াইপিডির সদস্যরা গত ২৪ ইেপ্রল বৃহস্পতিবার সহিংসতায় বাধাদানকারী, বন্দুক-বিরোধী সমর্থক, ধর্মীয় নেতা এবং ভুক্তভোগীদের পরিবারের সাথে সেখানে জড়ো হয়েছিলেন। তারা এই বিপজ্জনক অস্ত্রগুলো চিরতরে ধ্বংস করার জন্য বন্দুক কাটার যন্ত্রে রাখতে সাহায্য করেন। তারা নিশ্চিত করেন এসব অস্ত্র আর কখনো অন্য কোনো শিশুকে বিপদে ফেলবে না, অন্য কোনো নিউইয়র্কবাসীকে ভীত করবে না অথবা অন্য কোনো মূল্যবান জীবন ধ্বংস করবে না। ধ্বংস হওয়া অস্ত্রগুলোকে স্ক্র্যাপ মেটালে পরিণত করে পুনর্ব্যবহার করা হবে এবং স্কুল অফ কোঅপারেটিভ টেকনিক্যাল এডুকেশনে পাঠানো হবে। সেখানে ওয়েল্ডিং বৃত্তিমূলক প্রোগ্রামের শিক্ষার্থীরা অবশেষে এই পণ্যগুলো ব্যবহার করবে এবং বন্দুক সহিংসতার শিকার ব্যক্তিদের সম্মানে একটি স্মারক তৈরি করবে। 
এটি ছিল একটি তিক্ত-মিষ্টি উপলক্ষ। আমরা যে প্রতিটি অস্ত্র ধ্বংস করি তা ভবিষ্যতের সহিংসতার একটি দরজা বন্ধ করে দেয়। তবে গত সপ্তাহে ক্রসফায়ারে গুলি করে হত্যা করা হারলেম বোডেগার প্রিয় মালিক ও দাদী এক্সেনিয়া মেট্টের জীবনসহ ইতিমধ্যেই হারিয়ে যাওয়া প্রতিটি মূল্যবান জীবনের কথাও আমাদের মনে করিয়ে দেয়।
এক্সেনিয়ার মৃত্যু বন্দুক সহিংসতা কীভাবে জীবন ও সমগ্র কমিউনিটিকে বিচ্ছিন্ন করে দেয় তার মর্মান্তিক স্মারক। এই বিষয়টিই আমাকে রাতে জাগিয়ে রাখে এবং আপনাদের মেয়র হিসেবে প্রতিদিন আমাকে জাগিয়ে তোলে। অবশ্যই আমাদের রাস্তা থেকে অপরাধীদের এবং তাদের হাত থেকে অবৈধ অস্ত্র সরিয়ে ফেলতে হবে। আমাদের আইন প্রয়োগ করতে হবে, অন্যায়কারীদের বিচার এবং পুনরুত্থানের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রতিটি নিউইয়র্কবাসীকে নিরাপদ থাকতে হবে এবং নিরাপদ বোধ করতে হবে; আত্মবিশ্বাসী হতে হবে যে তারা যেখানেই থাকুন না কেন- এই শহর তাদের এবং তাদের পরিবারের জন্য অপেক্ষা করছে।
তিন বছরেরও বেশি আগে, আমরা এই শহরকে আরও নিরাপদ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ক্ষমতায় এসেছি। আমরা যে প্রতিটি অস্ত্র বাজেয়াপ্ত করেছি তা সেই প্রতিশ্রুতি পূরণ করছে। আমরা ধ্বংস করি এমন প্রতিটি অস্ত্র জীবন বাঁচায়, সহিংসতার সমুদ্রে নিয়ে যাওয়া আরও একটি নদীতে বাঁধ দেয় এবং এই বার্তা পাঠায় যে আমাদের শহরে বা আমাদের সমাজে এই অস্ত্রের কোনো স্থান নেই।
আমি গর্বের সাথে বলতে পারি যে আমাদের প্রশাসন নিরাপদ সড়ক, নিরাপদ সাবওয়ে এবং নিউইয়র্কের পরিবারগুলোর জন্য একটি নিরাপদ শহর তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। আমাদের দেশে টানা পাঁচ প্রান্তিকে অপরাধ কমেছে এবং এই বছরের প্রথম তিন মাসে ইতিহাসের সর্বনিম্ন গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এটি আমাদের অস্ত্রবিরোধী প্রচেষ্টা এবং নিউইয়র্ক পুলিশ বিভাগ ও শহরের জন্য বড় জয়ের প্রত্যক্ষ ফলাফল। ডেপুটি মেয়র কাজ ডট্রি এবং নিউইয়র্ক পুলিশ বিভাগের সাহসী নারী-পুরুষের পাশাপাশি পুলিশ কমিশনার জেসিকা টিশ ইতিমধ্যেই এই বিভাগকে নিরাপত্তা এবং সাফল্যের একটি নতুন যুগে নিয়ে যাচ্ছেন।
নিউইয়র্ক শহরকে রক্ষা এবং সুরক্ষিত করার জন্য যারা তাদের জীবন বাজি রেখেছেন, তাদের আমরা কখনো ভুলতে পারি না। আমাদের দল প্রতিদিন এই বিপজ্জনক কাজটি করছে, হিংসাত্মক এবং প্রায়শই সশস্ত্র অপরাধীদের সাথে যোগাযোগ করছে যারা আমাদের শহরে ধ্বংসযজ্ঞ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের মেয়র হিসেবে আমি চাই তাদের প্রত্যেকে জানুক যে এই শহর তাদের সাহস এবং নিষ্ঠার জন্য কতটা কৃতজ্ঞ। 
বন্দুক সহিংসতা নির্মূল করার উপর আমাদের দৃঢ় মনোভাবের কারণে নিউইয়র্ক সিটি আমেরিকার সবচেয়ে নিরাপদ বড় শহর। তবে আমরা আরও বেশি অফিসার, আরও নিরাপত্তা, আরও ফলাফলের জন্য চাপ অব্যাহত রাখব। এই প্রশাসন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, নিউইয়র্ক সিটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ শহর এবং আমাদের পরিবার, আমাদের সন্তান ও আমাদের দাদীদের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে রয়ে গেছে তা নিশ্চিত করার জন্য।
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা রিপোর্ট
 ঠিকানা রিপোর্ট  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
