Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

আবারও বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো নারীর সাক্ষাৎ

আবারও বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো নারীর সাক্ষাৎ
বিশ্বের সবচেয়ে লম্বা নারী রুমেইসা গেলগি ও খাটো নারী জ্যোতি আমগে। যুক্তরাজ্যের লন্ডনে গত বছরের ২১ নভেম্বর গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের আয়োজনে তাদের ঐতিহাসিক সাক্ষাৎ হয়। ৫ মাসের ব্যবধানে আবারও তাদের সাক্ষাৎ হলো। এ বছরের শুরুর দিকে ইতালির জনপ্রিয় টিভি ‘লো শো দেই রেকর্ড’ (Lo Show Dei Record) এর মঞ্চের পিছনের গ্রিনরুমে আবারও মিলিত হন তারা। ২৮ এপ্রিল (সোমবার) তাদের সাক্ষাতের একটি ভিডিও গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল পেজে আপলোড করা হয়।

১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তারা হ্যান্ডশেক করে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করছে। এ সময় রুমেইসা গেলগি একটি চেয়ার বসে আসে এবং জ্যোতি আমগে উঁচু একটি টেবিলে দাঁড়িয়ে আছে।

বিশ্বের সবচেয়ে লম্বা নারী রুমেইসার উচ্চতা সাত ফুট দশমিক সাত ইঞ্চি। তুর্কির বাসিন্দা তিনি। অন্যদিকে, ভারতে বসবাসকারী বিশ্বের সবচেয়ে খাটো নারী জ্যোতির উচ্চতা দুই ফুট দশমিক সাত ইঞ্চি। উচ্চতার কারণে দুজনেরই ঠাঁই হয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে।

‘লো শো দেই রেকর্ড’ একটি ইতালীয় টেলিভিশন অনুষ্ঠান। অনুষ্ঠানে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস-এর বিভিন্ন বিভাগে রেকর্ড ভাঙা বা নতুন রেকর্ড গড়ার চেষ্টা নিয়ে নির্মিত। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসাধারণ প্রতিভা ও সক্ষমতাসম্পন্ন মানুষ অংশগ্রহণ করে থাকেন। কেউ দেখান শারীরিক দক্ষতা, কেউ আবার অভিনব বা ব্যতিক্রমধর্মী প্রতিভা, যেগুলোর বিচার করেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর অফিসিয়াল প্রতিনিধি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স