আইপিএলে অরেঞ্জ ও পার্পল ক্যাপ, দুটিই এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের দখলে। রানে শীর্ষে আছেন বিরাট কোহলি, আর উইকেটে এগিয়ে জশ হ্যাজেলউড। রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বেঙ্গালুরু। ১০ ম্যাচে ৭ জয়ে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স, সমান পয়েন্ট দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সেরও।  
টস হেরে ব্যাট করতে নেমে দিল্লি ৮ উইকেটে ১৬২ রান তোলে। লোকেশ রাহুল করেন সর্বোচ্চ ৪১ রান। বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর কুমার ৩টি ও জশ হ্যাজেলউড ২টি উইকেট নেন। ৩৬ রানে ২ উইকেট নিয়ে চলতি আসরে সর্বোচ্চ ১৮ উইকেটের মালিক হন অজি পেসার হ্যাজেলউড। তার পরেই আছেন গুজরাটের প্রসিধ কৃষ্ণা (১৬ উইকেট)।  
রান তাড়ায় বেঙ্গালুরুর হয়ে মূল দায়িত্ব পালন করেন ক্রুনাল পান্ডিয়া ও বিরাট কোহলি। কোহলি ৫১ রান করে আউট হলেও পান্ডিয়া অপরাজিত ৭৩ রানে দলকে জেতান। টিম ডেভিড করেন ৫ বলে ঝড়ো ১৯ রান।  
এই ম্যাচে কোহলি তার ৫১ রানের ইনিংসে এবারের আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যান। ৬৩.২৯ গড় ও ১৩৮.৮৭ স্ট্রাইকরেটে ৪৪৩ রান করেছেন তিনি। দুইয়ে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব (৪২৭ রান)।  
ব্যাট হাতে অপরাজিত ৭৩ রান ও বল হাতে ২৮ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন ক্রুনাল পান্ডিয়া।
ঠিকানা/এএস 
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
