Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

দুই উইকেট তুলে নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

দুই উইকেট তুলে নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ ছবি : সংগৃহীত
সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ এরভাইন। প্রথম সেশনে ২ উইকেট তুলে নিয়েছেন টাইগার বোলাররা। ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে সফরকারীরা।

টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান সংগ্রহ করেন দুই ওপেনার ব্রেইন বেনেট ও বেন কুরান। ২১ রান করা বেনেটকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিব।

এরপর নিক ওয়েলচকে সঙ্গে নিয়ে রানের চাকা  সচল রাখার চেষ্টা করেন কুরান। তবে দলীয় ৭২ রানে জিম্বাবুয়ে শিবিরে আঘত হানেন স্পিনার তাইজুল ইসলাম। ৫০ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান কুরান। 

এরপর শন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ওয়েলচ। উইলিয়ামস ৬ ও ওয়েলচ ৩২ রানে অপরাজিত আছেন।  

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স