Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
ট্রাম্পের বিশ্বাস

ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করবে 

ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করবে  ট্রাম্পের সঙ্গে যুবরাজ সালমান। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার বিশ্বাস, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। ২৫ এপ্রিল (শুক্রবার) টাইম ম্যাগাজিনে ট্রাম্পের প্রকাশিত সাক্ষাৎকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।  

ট্রাম্প বলেছেন, সোদি আরব আব্রাহাম চুক্তিতে যাবে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার প্রথম মেয়াদে শেষ দিকে ঐতিহাসিক চুক্তির কথা উল্লেখ করেছেন। সেই সময় মুসলিমপ্রধান দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।  

ইসরায়েলের সঙ্গে সোদির স্বাভাবিক সম্পর্ক বিষয়ে ট্রাম্প বলেন, এটি ঘটবে।

শিগগিরই মধ্যপ্রাচ্য সফরে বের হবেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, মে মাসে ট্রাম্প সৌদি সফর করবেন। 

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সৌদি সফরকে কেন্দ্র করে রিয়াদের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রির একটি বড় ধরনের প্যাকেজ প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরের সময় এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

রয়টার্স জানায়, বিষয়টি সম্পর্কে সরাসরি জানেন এমন ছয়টি সূত্র এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বাইডেন প্রশাসন সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে রিয়াদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার চেষ্টা করেছিল। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি। এবার ট্রাম্প প্রশাসন আরও বৃহত্তর এবং অস্ত্র বিক্রিকেন্দ্রিক প্রস্তাব নিয়ে সামনে এগোচ্ছে। 

ট্রাম্পের প্রথম মেয়াদে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবার দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসন সেই পথেই হাঁটছে। সেই সঙ্গে ট্রাম্পের প্রশাসনের এবারের অন্যতমপররাষ্ট্র নীতি হচ্ছে, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স