Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বাংলাদেশকে হারিয়ে ৪ বছর পর টেস্ট জিতল জিম্বাবুয়ে

বাংলাদেশকে হারিয়ে ৪ বছর পর টেস্ট জিতল জিম্বাবুয়ে ছবি সংগৃহীত
জিম্বাবুয়ে সর্বশেষ টেস্ট জিতেছিল ৪ বছর আগে। ২০২১ সালের মার্চে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তারা টেস্ট জিতেছিল! এরপর কেটে গেছে ৪ বছর। এত দিন পর বাংলাদেশের মাটিতে এসেই তারা টেস্ট জয়ের স্বাদ পেল। বলতে গেলে অতিথিদের জয় উপহার দিল বাংলাদেশ।

সিলেট টেস্ট চার দিনেই ৩ উইকেটে জিতে নিয়েছে জিম্বাবুয়ে। এর আগে ১০টি টেস্টে তারা জয়হীন ছিল, যার ৮টিতে পরাজয় এবং দুটি ড্র হয়েছিল। এই সময়ের মধ্যে জিম্বাবুয়ে টেস্ট খেলেছে পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান আর আয়ারল্যান্ডের বিপক্ষে। এর মাঝে ২০২১ সালে হারারেতে বাংলাদেশের কাছে তারা ২২০ রানে হেরেছিল।

সেই জিম্বাবুয়ে এবার বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশকেই হারিয়ে দিল! বরং বলা ভালো, বাংলাদেশ তাদের পুরোনো বন্ধুদের জয় উপহার দিল। বাজে ব্যাটিংয়ের প্রদর্শনীতে প্রথম ইনিংসে ১৯১ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অল আউট হয় স্বাগতিকরা। জিম্বাবুয়ের ব্যাটিং যে খুব ভালো হয়েছে তা নয়- কিন্তু দিন শেষে জয়টা তারাই পেয়েছে। আর বাংলাদেশের হয়ে লড়াই করেছেন কেবল বোলাররাই।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৯৫ রান তোলে জিম্বাবুয়ে। তবে এরপরই যেন হুঁশ ফেরে বাংলাদেশি বোলারদের। স্পিনারদের তোপে একটা সময় ম্যাচ জমিয়ে তোলে টাইগাররা। বিশেষ করে মেহেদী হাসান মিরাজের ভয়ংকর ঘূর্ণিতে স্বল্প পুঁজি নিয়েও জয়ের স্বপ্ন দেখে স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে জিম্বাবুয়ে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স