Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

মেয়ের মৃত্যুরহস্য উন্মোচনে প্রধানমন্ত্রী বরাবর বাবার খোলা চিঠি

মেয়ের মৃত্যুরহস্য উন্মোচনে প্রধানমন্ত্রী বরাবর বাবার খোলা চিঠি ছবি সংগৃহীত
গত ৮ আগস্ট ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নওরীন নুসরাতের। ইতিমধ্যে তার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, এই রহস্য উন্মোচনের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

তবে মৃত্যুর আট দিনেও পুলিশ অপমৃত্যু হওয়া মামলার অগ্রগতি করতে পারেনি বলে দাবি নওরীনের বাবা নজরুল ইসলামের। তাই মৃত্যুর রহস্য উন্মোচন ও বিচারের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠি লিখেছেন তিনি।

নিহত নওরীনের বাবা প্রধানমন্ত্রী বরাবর লেখা চিঠিতে উল্লেখ করেন, গত ২১ জুলাই পারিবারিকভাবে ইব্রাহিম খলিলের সাথে নওরীনের বিয়ে হয়। বিয়ের সময় সিদ্ধান্ত হয় নওরীন পড়ালেখা চালিয়ে যেতে পারবে। কিন্তু বিয়ের পর জামাইয়ের সুর পাল্টে যায়। গত ৩ আগস্ট মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য নওরীনের ক্যাম্পাসে যাওয়ার কথা। কিন্তু জামাই তাকে যেতে দেয়নি৷ পরে নওরীন বিভাগের সহযোগিতায় অনলাইনে ভর্তি হয়।

তিনি চিঠিতে উল্লেখ করেন, নওরীন অসুস্থ থাকলেও ওষুধ কিনে দিত না। বলত ছোটখাটো অসুখে ওষুধ খেতে হয় না। ওষুধ ছাড়া বাঁচতে শিখো। এসব বিষয় নওরীন ফোনে আমাকে জানায়। এমনকি এইগুলো তার মা ও ভাইকে বলতে নিষেধ করে, যাতে তারা কষ্ট না পায়। কেননা বেশি জানাজানি হলে নওরীনের স্বামী তাকে তালাক দেবে বলে হুমকি দেয়।

তিনি জানান, গত ৮ আগস্ট আমি মেয়েকে ফোন দেই, কিন্তু ফোন রিসিভ হয় না। এমতাবস্থায় আমি জামাইয়ের সাথে ফোনে কথা বলি। জামাই জানায় আমরা ভালো আছি। কিছুক্ষণ পর নওরীনের ফোন বন্ধ পাওয়া যায়৷ তখন নওরীনের মা তার শাশুড়ির সাথে কথা বলে নওরীনের খোঁজ নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানার পর জামাই আমাকে ফোন দিয়ে অনেক কথা শোনায়। আমি জামাইকে জানাই, আমরা তোমাদের দেখতে বাসাই আসতেছি।

নওরীনের বাবা অভিযোগ করেন, তখন জামাই বলে, ছয়টার পরে আসেন, রুমে তালা দেওয়া, আমি বাহিরে আছি। তবুও আমি আর নওরীনের মা রওনা দেই। পথিমধ্যে জামাই ফোন দিয়ে বলে, নওরীন ছয় তলা থেকে লাফ দিয়েছে। আপনারা বাসায় না এসে হাবিব হাসপাতালে চলে যান। সেখানে গিয়ে দেখি নওরীনের নিথর দেহ পড়ে আছে। পুলিশ এসে তার ছবি তুলে নিচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে নওরীনের বাবা বলেন, আমি নওরীনের মৃত্যুর রহস্য জানতে চাই। আমার বিশ্বাস, জামাই ও শাশুড়ি মিলে আমার মেয়েকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার এই মেধাবী মেয়ে হত্যার বিচার চাই।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স