প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। শনিবার (১৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক হয়। রোববার (২০ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ-চীন সহযোগিতা ত্বরান্বিত করতে পরবর্তী পদক্ষেপের রূপরেখা তৈরিতে আলোচনা হয়। এ সময় উভয় পক্ষই অবকাঠামো, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে আলোচনাকে কার্যকর করতে যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার হলো চীন সফরের আলোচিত পরিকল্পনাগুলো নিয়ে এগিয়ে যাওয়া। গতি যেন হারিয়ে না যায়।’
প্রধান উপদেষ্টার এমন আহ্বানে বৈঠকে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘এটি আমাদেরও সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা শুধু চুক্তি স্বাক্ষরের জন্য ২-৩ বছর অপেক্ষা করতে চাই না। আমরা দ্রুত সেগুলো বাস্তবায়ন করতে চাই।’
আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল মোংলা ও আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, প্রস্তুতি চলছে এবং সম্পন্ন হলে জোনগুলো বাস্তবায়ন শুরু করার জন্য ডেভেলপারদের কাছে হস্তান্তর করা হবে।
উভয় পক্ষ চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার পরিকল্পনা নিয়েও আলোচনা করেছে। এ সময় চীনা রাষ্ট্রদূত প্রক্রিয়াটি চলতি বছরের জুনের মধ্যে শেষ হবে বলে আশ্বাস দেন।
চীনা রাষ্ট্রদূত আরও নিশ্চিত করেন, চীনের বাণিজ্যমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশে নতুন করে বিনিয়োগের লক্ষ্যে ১০০ সদস্যের বিনিয়োগকারী প্রতিনিধিদলও চীনা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন, বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, মন্ত্রিপরিষদ সচিব সিরাজুদ্দিন মিয়া, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ প্রমুখ।
ঠিকানা/এনআই